বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই আসরে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (আজ) এক ই-মেইল বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বিসিবি। মেইলে বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদনও জানানো হয়েছে।

জানা গেছে, রোববার বিসিবির বোর্ড পরিচালকদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দেয়। এতে বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা।

এই ঘটনায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে—এমন শঙ্কাও প্রকাশ পায় জনমনে।

এ বিষয়ে শনিবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান,
‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরও লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top