মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

মোস্তাফিজ ইস্যুতে রাজনীতি, বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে আইসিসিকে চিঠি বিসিবির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৮

ছবি: সংগৃহীত

‘মোস্তাফিজুর রহমান’ নামটি যেন একটি উপলক্ষ মাত্র—ঘটনার পেছনে সক্রিয় রাজনীতির প্রভাব। উগ্রবাদী রাজনৈতিক চাপের মুখে ৯ কোটি ২০ লাখ রুপি দামে আইপিএলে চুক্তিবদ্ধ বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিসিবি—আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো যেন অন্য দেশে সরিয়ে নেওয়া হয়।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজনের কথা রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। তবে বিসিবির আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো শহরেই বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা নিশ্চিত নয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে বোর্ড।

পরশু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর কর্তৃপক্ষ। এর আগে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড সিদ্ধান্তে এসেছে—এই অবস্থায় জাতীয় দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো নিরাপদ নয়। তাই ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে বিষয়টি নিয়ে বিসিবির পরিচালকেরা দুই দফা বৈঠক করেন। প্রথম দফায় সরাসরি কঠোর অবস্থানে না গিয়ে আইসিসির কাছে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়ার সিদ্ধান্ত হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার’ বলে আখ্যা দেন এবং আইসিসিকে বিষয়টি ব্যাখ্যা করে চিঠি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর কথাও জানান তিনি।

ভারতে কয়েক দিন ধরেই কিছু উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন মোস্তাফিজকে কেকেআরে নেওয়ার বিরোধিতা করে আসছিল। কেউ কেউ প্রকাশ্যে হুমকিও দেন। এসব চাপের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া এসেছে ভারত থেকেও। কংগ্রেস নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন—খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রঙে রাঙানো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে?

এদিকে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের অনেকেই। সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, মানসিক স্বস্তি ছাড়া খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করা যায় না।

বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস বাকি থাকায় সূচি পরিবর্তন চ্যালেঞ্জিং হলেও রাজনৈতিক বাস্তবতায় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের নজির রয়েছে। পাকিস্তান দল আগেই ভারত সফর না করায় তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির চিঠির জবাব দেয়নি আইসিসি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top