মনোনয়নবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট যুবদল কমিটি বিলুপ্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৪৭
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদল কমিটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটিগুলো। যুবদলের নেতাকর্মীদের পদবিধারী অংশ মোবাশ্বেরের পক্ষে এলাকায় নানা অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তারা মনোনয়নপত্র জমা দেওয়ার পরও মশাল মিছিল, রেললাইনে অগ্নিসংযোগ ও বিক্ষোভের মতো কর্মকাণ্ডে জড়িয়েছিলেন।
গত ৩ জানুয়ারি মোবাশ্বেরের মনোনয়নপত্র কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অবৈধ ঘোষণা করেন। এরপরও কমিটির নেতারা বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার পক্ষে মাঠে নামেননি। বিষয়টি কেন্দ্রীয় যুবদলকে অবহিত করার পরই কমিটি বিলুপ্ত করা হয়।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিপু। পৌরসভা কমিটির আহ্বায়ক ছিলেন আফছার হোসেন ও সদস্য সচিব কামাল হোসেন। তাদের কিছু সদস্য মোবাশ্বেরের পক্ষে মশাল মিছিল করায় কমিটি বিলুপ্ত করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।