জাতীয় দলে ফেরার সম্ভাবনায় মুখ খুললেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৪:০০
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমবারের মতো সাকিব আল হাসান মুখ খুলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভায় তাকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নেয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সাকিব জানান, “এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।” প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার দেশে ফিরে ঘরের মাঠে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ডে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। নির্বাচকরা তার ফিটনেস, অ্যাভেইলেবিলিটি এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা যাচাই করে তাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করবেন। প্রয়োজন হলে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য বোর্ড এনওসি (No Objection Certificate) দেবে।
সাকিবকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। ক্রিকেট অপারেশন্স পরিচালক আসিফ আকবর বলেন, “সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন ক্রিকেটার হয়তো আগামী বহু বছরেও আর পাওয়া যাবে না।”
বিসিবির এই সিদ্ধান্তের পর সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিটনেস, অ্যাভেইলেবিলিটি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে কবে আবার লাল-সবুজ জার্সিতে মাঠে নামেন এই তারকা অলরাউন্ডার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।