চাঁদে সফল অবতরণ চীনা চন্দ্রযানের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ১৭:৪২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের চ্যাংই চন্দ্রযান মঙ্গলবার সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করেছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া ও সিবিএস নিউজের বরাতে জানা যায়, চীনের স্থানীয় সময় মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে নামে।
চন্দ্রপৃষ্ঠে নামার পর থেকে রোবটিক চন্দ্রযানটি যন্ত্রপাতি ও পরিস্থিতি পরীক্ষা করছিল। এ সময়ে চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে একটি কনটেইনারে আবদ্ধ করে রাখবে।
২৪ নভেম্বর চ্যাংই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর এবং ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান আছে।
কাজ শেষে মানুষবিহীন চ্যাংই পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে ফিরবে। এই মহাকাশযানটিই চন্দ্রযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।