দেশে চালু হচ্ছে বিটিসিএল-এর নতুন মোবাইল নেটওয়ার্ক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২২:১৫

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল চালু করতে যাচ্ছে নতুন মোবাইল নেটওয়ার্ক। এ নেটওয়ার্কে গ্রাহকরা পাবেন ট্রিপল প্লে ও কোয়ার্ড প্লে সেবা। এর মাধ্যমে মিলবে আনলিমিটেড ভয়েস, ডেটা, ডিভাইস ও বিনোদনের সুবিধা।
নতুন সেবাটি হবে MVNO (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) মডেলে। এ মডেলে কোনো নিজস্ব নেটওয়ার্ক স্থাপন করা হবে না, বরং দেশে বিদ্যমান নেটওয়ার্কগুলো থেকে সেবা কিনে তা পরিচালনা করবে বিটিসিএল।
আগে এ মডেল চালুর ক্ষেত্রে নানা বাধা থাকলেও সম্প্রতি নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং নীতিমালাতে সমস্যাগুলো দূর হয়েছে। ফলে বিটিসিএল এখন বাজারে নিজস্ব সিম কার্ড আনছে।
অক্টোবর মাসের যেকোনো সময় এ নেটওয়ার্ক লঞ্চের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশীয় স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছে। পরিকল্পনা অনুযায়ী, মাত্র ৫০০ টাকা মাসিক কিস্তিতে এক বছরের জন্য দেশীয় উৎপাদিত স্মার্টফোন গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে। এসব ফোন দিয়ে সহজেই দৈনন্দিন কাজ চালানো সম্ভব হবে।
বিটিসিএল জানিয়েছে, তাদের লক্ষ্য হলো মোবাইল নেটওয়ার্ককে সীমাবদ্ধতা থেকে বের করে এনে ‘আনলিমিটেড’ অভিজ্ঞতা দেওয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।