বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:১৫

সংগৃহীত

ফেসবুক এখন আর শুধু শখের প্ল্যাটফর্ম নয়, এটি আয় করার সুযোগও দেয়। আগে শুধুমাত্র বড় পেজগুলোয় মনিটাইজেশন সম্ভব ছিল, কিন্তু এখন সাধারণ ব্যবহারকারীরাও প্রোফাইল থেকে আয় করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে Professional Mode চালু করতে হবে। প্রোফেশনাল মোড চালু করলে প্রোফাইল পাবলিক পেজে পরিণত হবে, ফলোয়ার ও এনগেজমেন্টের পরিসংখ্যান দেখা যাবে এবং ফেসবুকের মনিটাইজেশন টুল ব্যবহার করা যাবে।

প্রোফেশনাল মোড চালু করার ধাপ:

প্রোফাইলে যান

প্রোফাইল পিকচারের নিচে থাকা তিনটি ডট (•••) এ ক্লিক করুন

Turn on Professional Mode অপশনটি সিলেক্ট করুন

আয় বাড়ানোর উপায়:

নিয়মিত কনটেন্ট দিন: প্রতিদিন বা নির্দিষ্ট বিরতিতে ভিডিও, ছবি, রিলস বা স্টোরি পোস্ট করুন

ভালো মানের কনটেন্ট তৈরি করুন: স্পষ্ট ছবি, ঝকঝকে ভিডিও ও আকর্ষণীয় বিষয় বেছে নিন

লাইভে আসুন: দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে এনগেজমেন্ট বাড়ান

কমেন্টের উত্তর দিন: দর্শক ফিরে আসতে উৎসাহিত হয়

কোন ধরনের কনটেন্টে বেশি আয় হয়:

শিক্ষামূলক ভিডিও: টিউটোরিয়াল, অজানা তথ্য, হ্যাকস

বিনোদনমূলক কনটেন্ট: কমেডি, গান, ম্যাজিক, ছোট নাটক

লাইফস্টাইল ও ট্রাভেল: অভিজ্ঞতা, রুটিন, ভ্রমণ

ট্রেন্ডিং টপিক: ভাইরাল বিষয়

মনিটাইজেশন সচেতনতা:

অন্যের ভিডিও, ছবি বা মিউজিক ব্যবহার করবেন না

ঘৃণা, সহিংসতা, বর্ণবাদ, মিথ্যা বা গুজব ছড়াবেন না

দুর্ঘটনার দৃশ্য বা অশ্লীল কনটেন্ট এড়িয়ে চলুন

কাউকে নিয়ে গোপনীয়তা ভঙ্গ করবেন না

টাকা পাওয়ার ধাপ:

প্রোফেশাল মোড চালু হলে ফেসবুক কনটেন্ট দেখার পর মনিটাইজেশন চালু করবে

পেআউট সেটিংসে ব্যাংক তথ্য ও TIN সার্টিফিকেট দিন

আয় ১০০ ডলারের পরে তা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে

প্রতারণা থেকে সাবধান:

কেউ টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর বা ‘স্টার’ কেনার প্রলোভন দিলে সতর্ক থাকুন

ফেসবুকের নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা হচ্ছে

ফেসবুকে নিয়মিত সময় দিন, শখের সঙ্গে আয়ও করুন। প্রোফেশনাল মোড চালু করে দিন এবং নিজের দক্ষতা ও আগ্রহ দিয়ে ভালো কনটেন্ট বানিয়ে শুরু করুন অর্থ আয়।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top