স্মার্টফোনেই ডিএসএলআর মানের ছবি তোলার ৫ কার্যকর কৌশল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৪
একসময় ভালো মানের ছবি তোলার জন্য আলাদা ক্যামেরা প্রয়োজন হতো। বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ বা গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরে রাখতে মানুষ নির্ভর করত ডিএসএলআর বা হাই-এন্ড ক্যামেরার ওপর।
কিন্তু এখন সময় বদলেছে। সবার হাতেই আছে স্মার্টফোন, যা উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং নানা ধরনের ম্যানুয়াল সেটিংসের কারণে প্রথাগত ক্যামেরার বিকল্প হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কৌশল মানলে স্মার্টফোন দিয়েই ডিএসএলআর মানের ছবি তোলা সম্ভব।
স্মার্টফোনে নিখুঁত ছবি তোলার ৫ কৌশল:
১. সঠিক আলোর ব্যবহার – সকাল বা বিকেলের নরম ও উষ্ণ আলোতে ছবি তুললে তা স্বাভাবিকভাবে সুন্দর হয়। অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহার এড়ানো উচিত।
২. প্রো মোড ব্যবহার – আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করা যায়।
৩. পোর্ট্রেট মোড – বোকেহ ইফেক্ট তৈরি করে বিষয়বস্তু স্পষ্ট রাখে এবং পটভূমি ঝাপসা হয়, যা ডিএসএলআরের মতো অভিজ্ঞতা দেয়।
৪. সিন ডিটেকশন সুবিধা – খাবার, প্রকৃতি, প্রাণী বা রাতের ছবি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে রঙ, উজ্জ্বলতা ও কনট্রাস্ট মিলিয়ে সেরা আউটপুট দেয়।
৫. ফোকাস ঠিক রাখা ও লেন্স পরিষ্কার করা – কাঙ্ক্ষিত জায়গায় ফোকাস নিশ্চিত করতে ট্যাপ করা জরুরি। লেন্সে ধুলো বা আঙুলের ছাপ থাকলে ছবির মান কমে যায়, তাই ছবি তোলার আগে লেন্স পরিষ্কার রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞরা মনে করান, শুধু ফোনের ফিচার থাকলেই হবে না, সঠিক কৌশল জানা ও প্রয়োগ করাই নিখুঁত ছবি তোলার মূল চাবিকাঠি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।