সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

বাজারে এলো এআই ফিচার,নতুন টেকনো ওয়াচ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৪

সংগৃহীত

স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য পরিচিত ব্র্যান্ড টেকনো বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টেকনো ওয়াচ নিও’। আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়িটি ফ্যাশন ও প্রযুক্তি উভয়ই পছন্দ করা ব্যবহারকারীর জন্য উপযুক্ত।

ওয়াচ নিও’র প্রধান ফিচার:

১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্পষ্ট স্ক্রিন দেখা যায়।

অলওয়েজ-অন ডিসপ্লে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ও তথ্য সবসময় দৃশ্যমান রাখে।

প্রিমিয়াম ধাতব ফ্রেম ও দুইটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।

আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিং ঘড়িটিকে দৈনন্দিন ও অ্যাডভেঞ্চার উভয়ের জন্য উপযোগী করে।

এআই-চালিত ওয়াচ ফেস ও স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও ব্যক্তিগত করে তোলে।

২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান ও মানসিক চাপ পর্যবেক্ষণ করে।

১০০+ স্পোর্টস মোড ফিটনেস ট্র্যাকিং সহজ করে।

৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যবহার সম্ভব।

টেকনো ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.tecno-mobile.com/bd

 এবং টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করুন সর্বশেষ আপডেট ও অফারের জন্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top