হোয়াটসঅ্যাপে এলো নতুন নোট ফিচার আসছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:১৯
হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য এনেছে নতুন একটি ফিচার, যা ইনস্টাগ্রামের নোটের মতো। এর মাধ্যমে সহজেই নিজের মুড, ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে, এমনকি আলাদা করে মেসেজ পাঠানোর প্রয়োজন পড়বে না।
মার্ক জাকারবার্গের কোম্পানি নিয়মিত হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘About’ সেকশনের বড় পরিবর্তন। আগে যেখানে ছোট একটি স্ট্যাটাসই লেখা যেত, এখন তা আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যে মুড, চিন্তা, গানের লাইন বা ছোট বার্তা শেয়ার করতে পারবেন। কেউ চ্যাট খুললেই তা দেখতে পাবে, আর চাইলে সরাসরি রিপ্লাইও দিতে পারবে।
ব্যস্ততার কারণে বার্তা না পড়ার সমস্যা এড়াতে এটি খুবই কার্যকর। যেমন, ‘ব্যস্ত আছি’ বা ‘মিটিংয়ে আছি’ লেখা ছোট নোট অন্যদের জন্য সহজেই বার্তা পৌঁছে দেবে। এছাড়া নিজের অনুভূতি বা ভাবনাও সহজেই শেয়ার করা যাবে।
নতুন About নোট ব্যবহার করার উপায়:
হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং About সেকশন খুলুন।
শেয়ার করতে চাওয়া মেসেজ লিখুন।
কারা এটি দেখতে পারবে এবং কতক্ষণ থাকবে, তা নির্ধারণ করুন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।