ভারতের রফতানিতে ইতিহাস, শীর্ষে পৌঁছালো স্মার্টফোন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৬:৫১
ভারতের রফতানি ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে স্মার্টফোন। ২০২৫ সালে দেশটির সর্বোচ্চ রফতানি পণ্যের তালিকায় দীর্ঘদিন শীর্ষে থাকা রত্ন-অলঙ্কার ও পেট্রোলিয়াম পণ্যকে পেছনে ফেলে স্মার্টফোন এক নম্বর হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতের আইফোন রফতানি হয়েছে প্রায় ৫০ বিলিয়ন ডলারের। এর সিংহভাগ এসেছে অ্যাপলের তৈরি ‘আইফোন’ থেকে।
এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রাখেছে ভারত সরকারের ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ (PLI) প্রকল্প। এছাড়া বৈশ্বিক কোম্পানিগুলোর চায়না প্লাস ওয়ান (China+1) কৌশলের কারণে চীনের উৎপাদন ভারতে স্থানান্তরিত হওয়াও দ্রুততর করেছে রফতানি বৃদ্ধি।
উৎপাদনের কেন্দ্র ও কর্মসংস্থান:
তামিলনাড়ু ও কর্ণাটকের চেন্নাই ও বেঙ্গালুরু অঞ্চলে আইফোন উৎপাদনের প্রধান কেন্দ্র। এখানে অ্যাপলের পাঁচটি বড় কারখানা ও ৪৫টি সহযোগী প্রতিষ্ঠান কাজ করছে। এর ফলে রফতানি আয় বাড়ার পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে।
পরিসংখ্যান:
ডিসেম্বর ২০২৫: মোট আইফোন রফতানি – ৫০ বিলিয়ন ডলার
নভেম্বর ২০২৫: এক মাসে রফতানি – ২ বিলিয়ন ডলার
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ শ্রমশক্তি ও শক্তিশালী সাপ্লাই চেইন নিশ্চিত করতে পারলে ভারতের হার্ডওয়্যার রফতানি আরও বৃদ্ধি পাবে। আগামী কয়েক বছরে ইলেকট্রনিক্স রফতানি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
সব মিলিয়ে, আইফোন রফতানিতে এই নতুন রেকর্ড ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সাফল্য প্রমাণ করছে এবং দেশের অর্থনীতির জন্য বড় আত্মবিশ্বাসের বার্তা দিচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।