ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ২০:৫৩

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর কথা গণমাধ্যমে প্রকাশ হলেও রোববারের প্রতিবেদনে অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩ বলে জানায় ভয়েস অব আমেরিকা।

ড. সারদজিতো হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত রোববার এক বিবৃতিতে বলেন, ইয়গ্যাকার্তা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরো অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করা হয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টিন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top