রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নিখোঁজ চীনা সৈন্যকে ফেরত দিলো ভারত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৮:০৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গত ১৯ অক্টোবর সীমান্তে ভারতীয় সীমান্তে নিখোঁজ চীনা সৈন্যকে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার (২১ অক্টোবর) সকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত চীনা একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে চীনা প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের একজন সৈনিক পথ হারিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেছে। সীমান্তে শান্তি বজায় রাখতে যত তাড়াতাড়ি সম্ভব সৈন্যের মুক্তি দাবি করেন তিনি।

পরে বুধবার (২১ অক্টোবর) সকালে সীমান্ত অঞ্চলে হারিয়ে যাওয়া ওই সেনা সদস্যকে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় ভারতীয় পক্ষ।

এদিকে, নিরাপদে চীনা সৈন্যকে তার দেশে ফেরত পাঠানোর ঘটনাটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই ঘটনা টালমাটাল চীন-ভারত সীমান্তে একটি আশার বার্তা নিয়ে এসেছে। আশা করা যায় যে, এই সহযোগিতা দুই দেশের মধ্যেকার পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে সহায়তা করবে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top