আফগানিস্তানে তালেবান হামলায় সরকারী বাহিনীর ৩৪ সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২০:৩৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানের তখরার প্রদেশে তালেবান হামলায় সিনিয়র পুলিশ অফিসারসহ সরকারি নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৩৪ জন সদস্য নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) তখরার থেকে বাহরাকে একটি অভিযানে যাওয়ার পথে তালেবানদের হামলার শিকার হন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী এক কর্মকর্তারা। এদিকে, তবে হামলার বিষয়ে তালেবানদের পক্ষ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।
তখরার প্রদেশের স্বাস্থ্য পরিচালক আবদুল কাইউম গণমাধ্যমকে জানান, প্রদেশের উপ-পুলিশ প্রধানসহ ৪৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে হেলমান্দ প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের পর তালেবানরা এ মাসের শুরুতে আবার বড় ধরনের আক্রমণ শুরু করে। বাহারাক তাখার প্রদেশের একটি জেলা। এটি বেশ কয়েক বছর ধরে তালেবান যোদ্ধাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
এদিকে, গত মাসে কাতারে সরকার প্রতিনিধি এবং তালেবানদের মধ্যে চলমান শান্তি আলোচনা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বেড়েই চলেছে এবং তালেবানদের সশস্ত্র গ্রুপ যুদ্ধবিরতি চুক্তি মানতে অস্বীকার করেছে।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।