করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ১৬:১৯

দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া

গত একদিনে বিশ্বে করোনায় ৬ হাজার ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৫৪৬ জন।

এতে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ১৮ কোটি ৭৬ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে এবং মৃতের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। একইসঙ্গে ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় করোনায় একদিনে ১ হাজার ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ১৯৭ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ২৭ হাজার ২০৩ এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জনের।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top