রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় ৬ বেসমারিক নাগরিকসহ নিহত ১৭

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৯

মার্কিন ড্রোন (ছবি: ইন্টারনেট)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন সামরিক বাহিনীর একটি ড্রোন হামলায় তুরস্কের সীমান্ত নিকটবর্তী উত্তর-পশ্চিম সিরিয়ায় ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন আল-কায়েদা জঙ্গি ও ৬ বেসামরিক নাগরিক রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর)  ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টটকম) এর মুখপাত্র মেজর বেথ রিওর্ডান এক বিবৃতিতে জানান, ” গোপন তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী সিরিয়ার ইদলিবের নিকটে আল-কায়েদার সিনিয়র নেতাদের বৈঠকে ড্রোন হামলা চালিয়েছে।”

তিনি বলেন, আল-কায়েদা নেতারা নিরীহ বেসামরিক লোকদের জন্য হুমকি। তারা বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা চালিয়ে নিরীহ লোকদের হত্যা করে। অবিলম্বে এই সকল সন্ত্রাসবাদী সংগঠনকে নির্মূল করা প্রয়োজন বলে জানান তিনি।

তবে, এই হামলায় ঠিক কত জন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি রিওর্ডান।

ব্রিটেনের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-কায়েদা নেতারা রাতের খাবার খাওয়ার সময় হামলা টি চালানো হয়, এসময় আল-কায়েদা জঙ্গি ছারাও কিছু বেসামরিক লোকও নিহত হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top