‘ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা প্রয়োজন’ এরদোয়ানের মন্তব্যে ফ্রান্সের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৯:৩৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে শ্রেণীকক্ষে কার্টুন দেখানোয় এক ফরাসী শিক্ষককে হত্যার ঘটনায়  দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ধর্মনিরপেক্ষতা নিশ্চিত এবং কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলে কটাক্ষ করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘একজন রাষ্ট্র প্রধান হয়ে এমন মন্তব্য করায় আমি তাকে এর থেকে ভালো কিছু বলতে পারলাম না।’

তবে এরদোয়ানের এমন মন্তব্যে বেশ চটেছে ফ্রান্স। দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম।

এর আগে, প্রেসিডেন্ট এমানুয়েল তার এক বক্তব্যে জানান, তার দেশ কার্টুন প্রত্যাহার করবে না।

নবীর ছবি বা কার্টুন তৈরি করা মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত করে, কারণ ইসলাম ধর্মে নবী বা আল্লাহর ছবি বা কার্টুন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে ফরাসী জাতীয়তাবাদের সাথে ধর্মনিরপেক্ষতার ধারণাটি ওতপ্রোতভাবে মিশে আছে । তাই ফ্রান্সে এমন কিছু ঘটলে অন্য দৃষ্টিতে ভাবা যাবেনা।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top