শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

স্কুলে হামলা: যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দোষারোপ আফগানদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৫:২৮

নিহত এক শিক্ষার্থীর জানাযায় আফগানরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে শনিবার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় নিহত হয় ২৯ শিক্ষার্থী। আহত হয়েছেন আরো অনেকে। হামলায় নিহত হাদির জানাজায় অংশ নিতে এসে স্থানীয় লোকেরা ক্ষোভে ফেটে পরে।

পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এসে আর যেন কোন নিরপরাধ শিক্ষার্থীকে লাশ হয়ে ফিরতে না হয় সেজন্য তারা ইসলামিক স্টেট (আই এস) কে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

দেশটির সাধারণ জনগণ আফগানিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে দমনে ব্যর্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের দোষারোপ করেছে। এই এলাকার জনগণের দুর্দশা নিরসনে আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলোর সহযোগিতাও কামনা করেন।

গত ২৪ অক্টোবর কাবুলে আত্মঘাতী বোমা হামলায় এই পর্যন্ত নিহত হয়েছে মোট ২৯ জন শিক্ষার্থীর। তাদেরকে কাবুলের দক্ষিণ-পশ্চিমের দাশত্-এ-বারচি এলাকায় সমাহিত করা হতে পরে বলে জানিয়েছে গণমাধ্যম। যেখানে ২০১৮ সালে আই এস এর একই রকম হামলায় নিহত ৫০ জন শিক্ষার্থীকে সমাহিত করা হয়েছিল।

বর্তমানে কাবুলের দক্ষিণ-পশ্চিমের এই এলাকাটি ‘জ্ঞানের শহীদদের পাহাড়’ হিসাবে পরিচিত। এদিকে ২০১৮ সালে একই শিক্ষাকেন্দ্রের আই এস এর এক হামলাকারী যখন আক্রমণের পরিকল্পনা করছিল তখন সেখানকার নিরাপত্তারক্ষীরা তা বুঝতে পেরে তাকে গুলি করে হত্যা করে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top