ইসলাম বিদ্বেষ বন্ধে ফেসবুককে চিঠি ইমরান খানের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৬:২২

আন্তর্জাতিক ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে ইসলাম বিরোধী সকল ধরনের কনটেন্ট নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গকে ইসলাম বিদ্বেষী সকল কনটেন্ট বন্ধের কথা উল্লেখ করে গতকাল (২৫ অক্টোবর) একটি চিঠি পাঠান।
চিঠিটি মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পোস্ট করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে, দেশটির প্রশাসন।
এদিকে চিঠিতে ইমরান খান লিখেছেন,” ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ, বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উত্সাহিত করছে আর এসব কিছু ফেসবুকের মতো কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে।”
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।