ইসরায়েলের মিসাইল হামলা প্রতিহত করেছে সিরিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ২৩:৩৭
ইসরায়েলের দু’টি গাইডেড মিসাইল সফল ভাবে প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া’র প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইসরায়েলের দু’টি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয় তবে তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দু’টি মধ্য আকাশে ধ্বংস হয়।
রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নাব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দু’টির ধ্বংসাবশেষ পড়ে।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরায়েলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।
এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।