শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইসলাম বিরোধী মন্তব্যের জের, বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৭:৫৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সম্প্রতি ইসলাম সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ও তুরস্ক, ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। ইংরেজিতে হ্যাশট্যাগ (#)বয়কট ফ্রান্স প্রডাক্টস এবং আরবিতে #এক্সপোজড গডস ম্যাসেঞ্জারের মতো শিরোনামে কুয়েত, কাতার, প্যালেস্তাইন, মিশর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরব এবং তুরস্ক সহ বিভিন্ন দেশ জুড়ে বয়কট চলছে।

এই মাসের শুরুতে ম্যাক্রন ইসলামকে বিশ্বব্যাপী একটি সংকটপূর্ণ ধর্ম হিসাবে বর্ণনা করেন। তিনি নিজের বক্তব্যে মুসলমানদের হুশিয়ারি দিয়ে বলেন, ইসলাম হল জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদের ধর্ম এবং তার দেশ এই সম্প্রদায় কে নিয়ন্ত্রণে রাখবে।

এদিকে, বেশ কয়েকটি আরব খাদ্য সংস্থা ইসলাম সম্পর্কে ম্যাক্রোঁর বক্তব্যের জবাবে সুপারমার্কেটগুলি থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলেছে।

মহানবী কে নিয়ে চিত্রিত কার্টুন প্রকাশের প্রতিবাদে কুয়েত সিটির মার্কেটে ফরাসি পণ্যের তাক গুলি ফাঁকা করে রাখতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। একই অবস্থা বিরাজ করছে তুরস্ক সহ অন্যান্য দেশ গুলোর সুপারমার্কেটে।

অপর দিকে লিবিয়া, গাজা এবং উত্তর সিরিয়ার কিছু সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় ফরাসি বিরোধী ছোট ছোট বিক্ষোভ চলছে বলে জানাযায়।

তবে প্রেসিডেন্ট ম্যাক্রোনের মন্তব্যের জের ধরে ফরাসি পণ্য বর্জন না করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পণ্য বর্জনের এই ডাক ভিত্তিহীন যা অবিলম্বে তুলে নেয়া প্রয়োজন। একই সাথে জানানো হয় ফ্রান্স একটি শান্তি প্রিয় দেশ এখানে উগ্র সংখ্যালঘুদের সকল হামলাও বন্ধ করা উচিৎ।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top