শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কোভিড-১৯: স্পেনে আবারও জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৮:৪৪

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারীর প্রথম দফায় ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি স্পেন। বর্তমানে আবারো ব্যাপক আকারে সংক্রমণ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার করোনা নিয়ন্ত্রণে রাত্রিকালীন কারফিউ ও দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার (২৫ অক্টোবর) থেকে রাত্রিকালীন কারফিউ কার্যকর করার ঘোষণা দেন । আপাতত ১৫ দিনের জন্য রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ বলবত থাকবে।

তাছাড়াও জরুরি অবস্থা থাকার কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন, “পরিস্থিতি চরমের দিকে চলে যাচ্ছে। তার দেশে গত অর্ধ-শতাব্দীতে এটাই সবচেয়ে খারাপ অবস্থা। কারফিউ ও জরুরি অবস্থার সময় আরও বাড়ানোর জন্য পার্লামেন্টের অনুমোদন চাওয়া হবে।”

এদিকে, কিছুদিন ধরেই পুরো ইউরোপ জুড়েই আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। শীতের সময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে বলে ধারনা করেছে বিশ্লেষকগণ। তাই এখন থেকেই ইউরোপের অধিকাংশ দেশ সংক্রমণ ঠেকাতে পর্যায়ক্রমে নানা ব্যবস্থা গ্রহণ করতে শুরু করছে।

প্রসঙ্গগত করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত স্পেনে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করোনা আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৩৫ হাজারেরও বেশি মানুষ।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top