শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

থাই সংসদে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ নিয়ে বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ২০:৪৭

আন্তর্জাতিক ডেস্ক:

গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ মোকাবেলার জন্য পার্লামেন্টে অধিবেশন শুরু করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূথ চান ওচা। সোমবার (২৬ অক্টোবর) বর্তমান বিরোধী দলকে সাথে নিয়ে এই অধিবেশন শুরু করেন স্পিকার চুয়ান লেকপাই।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং থাই রাজতন্ত্র সংস্কারের দাবিতে গেল কয়েক মাস ধরে গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ করে আসছে দেশটিতে। বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ১৫ অক্টোবর একটি রাজকীয় মোটরকেডেকে বাধা প্রদান ও এটাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। এতে করে বিক্ষোভকারীরা আরও প্রতিবাদী হয়ে ওঠে।

বিক্ষোভ উত্তেজনা কমাতে দেশটির প্রধানমন্ত্রী সংসদে বসে আলোচনা করতে আহবান জানান। সেই ধারাবাহিকতায় সোমবার শুরু করা হয় এই আলোচনার।

বিক্ষোভকারীদের দাবি প্রয়ূথের পদত্যাগ, বর্তমান সংবিধানের পুনর্লিখন এবং রাজনৈতিক বিরোধীদের হয়রানি বন্ধ সহ অন্যান্য বিষয়।

প্রধানমন্ত্রী প্রয়ূত তার বক্তৃতায় বিক্ষোভকারীদের দাবিকে মেনে নিলেও পদত্যাগ করার বিষয়ে কিছু বলেনি, তবে অধিবেশন রাজতন্ত্রের ভূমিকা নিয়ে কোন আলোচনা করবে না বলে জানান তিনি।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top