পাকিস্তানের পেশোয়ারে মাদ্রাসায় বিস্ফোরণে শিশুসহ নিহত ৭
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ২০:৩৬

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে মঙ্গলবার (২৭ অক্টোবর) জামিয়া জুবায়েরিয়া নামক একটি মাদ্রাসায় ক্লাস চলাকালে বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।
বিস্ফোরণের আগে একজন ব্যক্তিকে মাদ্রাসার ভিতরে একটি ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন পেশোয়ারের পুলিশ প্রধান মুহম্মদ আলী।
মুহাম্মদ আলী খান জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে যখন শিশুরা মাদ্রাসাটিতে কোরআন পড়ছিল তখন এক ব্যক্তি সেখানে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ রেখে যায়। আর তাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ব্যাগটিতে ৫-৬ কেজি বিস্ফোরক পদার্থ ছিল।
এদিকে দেশটির প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান জানিয়েছেন, আহতদের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রোগীদের সর্বোত্তম সেবা দেওয়া এবং যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু ধারনা করা হচ্ছে পাকিস্তান তালেবানরা এই হামলা চালিয়েছে। কারণ, তারা এর আগেও এই এলাকায় হামলা চালিয়েছিল।
এনএফ/আরওয়াই/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।