পশ্চিমারা বর্বর যুগে ফিরে যেতে চাইছে: এরদোগান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২০:৩২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা দেশগুলোর ইসলাম অবমাননা নতুন করে ক্রুসেড শুরুর দিকে ইশারা করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেট তাইয়েপ এরদোগান। সম্প্রতি মহানবী হযরত মোহাম্মাদ (স) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য করায় সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি বিশ্বজুড়ে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে।

কিন্তু এরপরও থামেনি ফ্রান্স। মুসলমানদের উস্কে দিতে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তারা এরদোগান ও নারীদের হিজব নিয়ে অবমাননাকর এবং অশালীন কার্টুন ছেপেছে। এসব কারণে এরদোগান এমন মন্তব্য করেন।

বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির এক নেতার উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এরদোগান জানান, মহানবী (স) কে নিয়ে কথা বলা এবং তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা আমাদের জন্য মর্যাদার প্রশ্ন।

তিনি আরও বলেন, পশ্চিমারা আবারো বর্বর যুগে ফিরে যেতে চাইছে। এসময় তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তাদের হত্যাযজ্ঞ চালানোর কথাও উল্লেখ করেন।

ফ্রান্সে এর আগেও মহানবী (স) কে নিয়ে অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদে হত্যাকন্ডের মত ঘটনা ঘটেছে। তারপরও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ প্রকাশ্যে ঘোষণা দেন যে, ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। এছাড়াও তিনি বলেন, বিশ্বে ইসলাম ধর্ম একটি সংকটময় ধর্ম। মুসলিম বিশ্বে তার এই বক্তব্য তোলপাড় সৃষ্টি করেছে।

এদিকে এতকিছুর পরও ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো একটুও থেমে নেই। তারা নতুন করে এরদোগান ও নারীদের হিজবাকে অবমাননাকর অশালীন কার্টুন ছেপেছে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top