ফিলিপাইন ভ্রমণের নিষেধাজ্ঞা বাড়লো
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১৯:০১

শুক্রবার (১৩ আগস্ট) বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ফিলিপাইন। যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। মূলত করোনাভাইরাসের ডেল্ট ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ফিলিপাইনকে ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে রাখতে ২৯ এপ্রিল ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এরপর এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাত। গেল ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।
এই নিষেধাজ্ঞা রোববার (১৫ আগস্ট) উঠে যাওয়ার কথা থাকলেও কিন্তু সেটি বাড়িয়ে নেওয়া হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার (১৬-৩১ আগস্ট) অনুমোদন দিয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।