বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ১৬:২৯

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২০৫ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮২ হাজার ২০২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ২২১ জন।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ১৫ লাখ আট হাজার ২৭৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ২৬ হাজার ৭৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৩১০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও শীর্ষে। সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top