ওআইসির জরুরি বৈঠক

আফগানিস্তান নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ০৮:২১

ওআইসি'র বৈঠকে আফগানিস্তান নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

আফগানিস্তান ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরী বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশটিতে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, জনসাধারণের নিরাপত্তা এবং আটকে পড়া বিদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২২ আগস্ট) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার স্থায়ী প্রতিনিধিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আফগানিস্তান ইস্যুতে তার দেশের উদ্বেগের কথা জানান। বলেন, 'বাংলাদেশিসহ সব বিদেশির নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছি। আমরা চাই আফগানিস্তানের মানুষ দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করবে। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভূ-কৌশলগত অবস্থানের সুষ্ঠু ব্যবহার করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, 'আমরা বিশ্বাস করি আফগানিস্তানের ভূমি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ওআইসির সদস্য দেশগুলো এই এ বিষয়ে একমত থাকবে বলে আশা করি।'

বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে জানিয়ে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, 'আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আফগান জনগণের সুবিধার জন্য বাংলাদেশ তাঁর নিজস্ব আর্থ-সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।'

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top