শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সভ্য সমাজ চুরি করে গর্ব করে না: ইরান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৯:৩২

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি ইরানের তেল ভর্তি ট্যাংকের জ্বালানি বিক্রিয় করে ৪ কোটি ডলারে আয়ের কথা ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাতেই এমন প্রতিক্রিয়া করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় শুক্রবার (৩০ অক্টোবর) দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে জানায়, কিছু দিন আগে মার্কিন নৌসেনাগণ ভেনিজুয়েলা যাওয়ার পথে ইরানের কিছু তেল বাহি ট্যাংকার জলদস্যু স্টাইলে আটক করেছিল, যে গুলো বিক্রিয় করে ওয়াশিংটন বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছে। তবে ইরান শুরু থেকেই বলছে, ঐ তেল ট্যাংকারগুলো তাদের নয়।

এদিকে এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র খাতিবজাদে এক টুইট বার্তায় জানিয়েছেন, তেহরান আগে থেকেই বলে আসছে ট্যাংকারগুলো তাদের নয়, সেগুলোর মালিক অন্য কোন দেশ। সাথে আরও বলেন, কোন সভ্য সমাজ চুরি করে আমেরিকার মতো এমন গর্ব করে না।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top