রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘গনি’

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৩:৪০

আন্তর্জাতিক ডেস্ক:

সেন্ট্রাল ফিলিপাইনের সোরসোগন প্রদেশের উপকূলে সুপার টাইফুন ‘গনি’ আঘাত হেনেছে। রোববার (১ নভেম্বর) তীব্র বায়ু প্রবাহ এবং ভারি বৃষ্টিপাতের কারণে প্রায় দশ মিলিয়ন মানুষকে রাজধানী ম্যানিলাসহ এর আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্ণধার রিকার্ডো জালাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন দুর্যোগ মোকাবেলায় ফিলিপাইন সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এমন কিছু দুর্গম অঞ্চল আছে যেখানে আমরা পৌছাতে পারিনি তাই সেই সব এলাকাতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনটি ভোরবেলা ফিলিপাইনের দ্বীপ প্রদেশ কাতান্দুয়ানেসের সমুদ্র উপকূলে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে আঘাত হনেছে। এটি মণিলা সহ ঘনবসতিপূর্ণ অঞ্চলের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ সময় আরও জানানো হয়, আগামী ১২ ঘণ্টায় বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়াও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সাবধানতা অবল্মবনের পরামর্শ দেন তারা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যাইনি।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top