চীন-ভারত সংকটে মধ্যস্থতা করতে চান ডোনাল্ড ট্রাম্প
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৯
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারত ও চীনের মাঝে সম্প্রতি বেড়ে যাওয়া উত্তেজনা এবং চলমান সংকট নিরসনে হস্তক্ষেপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আগে থেকে দ্বন্দ্ব থাকা সত্বেও এই আগ্রহ দেখান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “সম্মানের সাথে আমরা ভারত চীনের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি। আমরা খুশি হব, যদি এ দু’দেশের সংকট নিরসনে সহযোগিতা করতে পারি।”
শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। চীন-ভারত সীমান্তের বর্তমান পরিস্থিতিকে ডোনাল্ড ট্রাম্প খুবই খারাপ বলে মন্তব্য করেন। তিনি বলেন, জনসংখ্যায় বৃহত্তম পৃথিবীর এ দুটি দেশ বেশ সংকট পার করছে।
যুক্তরাষ্ট্রের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রশাসন বিশ্বাস করে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা যুদ্ধের দিকে গড়াবে না, তবুও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্প বেইজিং ও দিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।