করোনা ঠেকাতে কঠোর বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

করোনা ঠেকাতে কঠোর বাইডেন

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ছয় লাখ ৫০ হাজার মানুষের। প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের গ্রীষ্মে ভাইরাস থেকে মুক্তি পাবেন আমেরিকানরা। কিন্তু করোনার ডেল্টা ধরনের কারণে তা আর হয়নি।

এদিকে, স্টেট ডিপার্টমেন্টের সব বেসকারি প্রতিষ্ঠানের তাদের স্টাফদের ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করার এবং এক সপ্তাহে অন্তত একবার করোনা টেস্ট করার নির্দেশনা দিয়েছেন বাইডেন। দেশটিতে ৮ কোটি এমন কর্মক্ষম লোক রয়েছেন।

টিকার কার্যক্রম নিয়ে বাইডেন প্রশাসনের ৬টি নতুন পরিকল্পনার কথাও জানা গেছে। টিকা নেওয়া সম্পর্কে বাইডেন বলেন, এটি কোনো স্বাধীনতা নয় বা ব্যক্তিগত পছন্দ নয়, এটি নিজেকে এবং আশপাশের মানুষের নিরাপদে রাখার জন্য।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top