শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৭:০৯

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি এই পদক্ষেপ নিয়েছে। সোমবার (২ নভেম্বর) নিজের এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এখানে তিনি আরও জানান, তার দেহে এখন পর্যন্ত কনও করোনার লক্ষণ দেখা যায়নি, তিনি সুস্থ আছেন। বাড়তি সতর্কতা হিসেবে তিনি কোয়ারেন্টাইনে গেলেও, নিজের সব কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

তেদ্রোস আধানম করোনা মহামারির শুরু থেকেই কোয়ারেন্টাই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। সাথে বিশ্বের সব দেশ গুলো কেউ বার বার কোয়ারেন্টাই বিষয়টি সঠিক ভাবে পালনের উপর জোর দিতে বলে আসছিলেন। কারণ তার মতে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলা সবার জন্যই খুবই জরুরি।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top