স্বঘোষিত নাগর্নো-কারাবাখ প্রেসিডেন্ট নিহত হওয়ার দাবি আজারবাইজানের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৭:১৯

আন্তর্জাতিক ডেস্ক:
বিতর্কিত নাগর্নো-কারাবাখে স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ানের নিহত হবার দাবি করেছে আজারবাইজান কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরে আজারীয় ড্রোন হামলায় তিনি নিহত হন বলে জানায় দেশটির সংবাদ সংস্থা হাকায়িক কাফকাজ। তবে কখন বা কবে এ ঘটনা ঘটেছে এবং দেশটির প্রশাসন কতটুকু নিশ্চিত এ ব্যাপারে তার কিছুই সঠিক ভাবে জানায়নি সংবাদ সংস্থা টি।
এদিকে ব্যাপারটা নিয়ে এখনও আর্মেনিয়া কোনও ধরনের মন্তব্য করেনি। তবে শনিবার (৩১ অক্টোবর) কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান জানিয়ে ছিলেন,” যদি কারাবাখের শুশা এলাকাটি আজারবাইজান দখল করে নেয় তবে তিনি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন।”
প্রসঙ্গত, কয়েক মাস ধরে চলমান আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাত নিরসনে রাশিয়া দুই দফা যুদ্ধবিরতির উদ্যোগে নিলেও তা ভেস্তে যায়। অবশ্য, এখনও দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু রাষ্ট্র।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।