শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৫:৩৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে ৩ জন বন্দুকধারী ইরানি বই মেলা উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বর্ববর এই হত্যাকাণ্ড চালায়। নিহতদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, মেলা উদ্বোধনের জন্য যখন সরকারি কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার কথা ছিল ঠিক তখনি ৩ জন বন্দুকধারী সেখানে শিক্ষার্থীদের উপর এ হামলা চালায়। যাদের মধ্যে একজনের দেহে বিস্ফোরক ভর্তি বেল্ট বাধা ছিল।

তিনি জনান, হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টা পাল্টা গোলাগুলিতে তিন বন্দুকধারী নিহত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এই হামলার জন্য তালেবানদের দায়ী করলেও, হামলায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে তালেবান গোষ্ঠী।

এদিকে, মর্মান্তিক এই হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ নবেম্বর) দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top