মার্কিন নির্বাচনে দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৮:৫৯

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই কম সংখ্যার ভোটার কেন্দ্রের ফলাফল প্রকাশ কারা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম প্রহরে ভোট গ্রহণ কৃত দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে দেশটি। মার্কিন নির্বাচন কমিশনের বরাত দিয়ের দেশটির সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছেন।
সংবাদ মাধ্যমে জানানো হয়, নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। যার মধ্যে পাঁচটি ভোটের সব গুলোই পেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ডিক্সভিল নচ একটি ছোট শহর যেখানে ১২ জন লোক বাস করে।
অপরদিকে, মিসফিল্ড নামক স্থানের একটি কেন্দ্রে ২১টি ভোট পড়েছে। এখানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬টি ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ টি ভোট।
ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের নির্বাচনে, দিনের প্রথম প্রহরে ভোট প্রদানের ঐতিহ্য রয়েছে বহু দিনের। এর আগে ২০১৬ সালে এই সকল কেন্দ্র জয়ী হন হিলারি ক্লিনটন।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।