রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মার্কিন নির্বাচন নিয়ে ভাবছে না তেহরান: মোঃ জারিফ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৭:০৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের চরম প্রতিদ্বন্দ্বী দেশ ইরান। সম্প্রতি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য রয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন নির্বাচন নিয়ে মোটেও ভাবছেনা তার দেশ।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জারিফ নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, মার্কিন নির্বাচনে কোন প্রার্থী এখন কি প্রতিশ্রুতি দিল তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয়, নির্বাচন শেষ হলে হোয়াইট হাউজ তাদের সাথে কেমন আচরণ করে সেটিই মূল দেখার বিষয়।

তিনি আরও বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন তারা পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ২য় বার আর আলোচনায় বসবে না। যদিও ইরানের বিরুদ্ধে আমেরিকার পরমাণু নিষেধাজ্ঞা কারণে তার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও যুক্তরাষ্ট্র তার দেশে যে রাজনৈতিক পরিবর্তন চেয়েছিল তা করতে করতে ব্যর্থ হয়েছে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top