রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ভিয়েনায় সন্ত্রাসী হামলায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৭:২৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিন্ন স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত অন্তত ১৪ জন। সোমবার (২ নভেম্বর) ভিয়েনায় ইহুদিদের প্রধান প্রার্থনাকেন্দ্র ও তার আশেপাশের এলাকাতে এই হামলা চালানো হয় বলে জানায় দেশটির গণমাধ্যম গুলো।

শহরটির মেয়র মিখাইল লুডভিগ জানান, হতাহতের একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য দুইজন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও আছেন বলে জানান তিনি।

কি কারণে এই হামলা, কাদের লক্ষকরে হামলা চালানো হয়েছে এবং ঠিক কয়জন হামলায় জড়িত ছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য দেয়নি পুলিশ।

অস্ট্রিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার জানিয়েছেন, ইসলামপন্থী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top