শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মার্কিন নির্বাচন: ইলেক্টোরালে বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৪:০৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। রাজ্যগুলো থেকে আসছে ফলাফলের খবর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জিততে হবে ২৭০ টি ইলেক্টোরাল ভোট।

বেশ কিছু রাজ্যে ভোট গ্রহণ শেষে হয়েছে, এখন দেশটির ভোট গ্রহণ চলছে পশ্চিমাঞ্চলের রাজ্য গুলোতে। এরই মধ্যে কিছু কিছু স্থান থেকে ফলাফল আসতেও শুরু করেছে। প্রাথমিক ফলাফল দেখে ধারনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডাতে জোরদার লড়াই হতে চলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন পেয়েছে ২৬৪ টি ইলেক্টোরাল ভোট এবং বিপরীতে ট্রাম্প পেয়েছে ২১৪ ইলেক্টোরাল ভোট।

এদিকে দেশটির জাতীয় জরিপে ৭৭ বছর বয়সী জো বাইডেন কে এগিয়ে রাখা হয়েছে। যদিও প্রেসিডেন্ট হওয়ার জন্য মূল ব্যাটলগ্রাউন্ড গুলোও জিতে আসতে হবে তাকে।

অপরদিকে এই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয় তবে তা হবে ১৯৯২ সালে জর্জ এইচডাব্লিউ বুশের পর প্রথম কোন প্রেসিডেন্টের পুনঃ নির্বাচনে হার।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top