রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ট্রাম্পকে সতর্ক করলো টুইটার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৫:০০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তায় করা মন্তব্যের ব্যাপারে তাকে সতর্ক করেছেন। বুধবার (৪ নভেম্বর) নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর কথায় জনগণকে কান না দিয়ে টুইটার থেকে সঠিক তথ্যটি খুঁজে দেখার জন্য অনুরোধ করেছেন টুইটার কর্তৃপক্ষ।

ডেলাওয়ারে জো বাইডেন তার এক ভাষণে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে ভোট গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে আহ্বান জানান।

তার কিছুক্ষণ পর ট্রাম্প তার একটি টুইট বার্তায় জানায়, “বাইডেন আমাদের জয় চুরি করার চেষ্টা করছে। আমি এবং আমার দল তা কখনোই হতে দেবো না।”

ট্রাম্পের করা এই টুইট বার্তার জবাবেই টুইটার থেকে তাকে সতর্ক করা হলো।

এদিকে নির্বাচনের শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ভোট চুরি নিয়ে বেশ কিছু অভিযোগ করেন, তবে এখন পর্যন্ত এসব অভিযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top