মার্কিন নির্বাচন: হোয়াইট হাউস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৮:১০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ভোট গণনা চলছে এখনো জানা যায়নি নির্বাচনের সম্পূর্ণ ফলাফল। তবে নির্বাচনের রাতেই হোয়াইট হাউজ সহ বিভিন্ন শহরে বিক্ষোভের ঘটনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটিতে জানান হয় একদিকে যখন যুক্তরাষ্ট্রে ভোট গণনার কাজ চলছে, ঠিক তখন হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শ্লোগান দিতে শুরু করেছে। তারা বলছে, আমরা যদি সঠিক বিচার না পাই, তবে তোমরাও শান্তি পাবে না।
তবে বিবিসি জানিয়েছে বেশিরভাগ জায়গাতে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সেখান থেকে অনেকেই গ্রেপ্তারও হয়েছে।
এদিকে, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, লস অ্যাঞ্জেলস,পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ চলছে। নির্বাচনে সহিংসতার আশঙ্কায় আগেই কিছু কিছু শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে রেখেছেন।
সম্প্রতি টুইটারে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।