মার্কিন নির্বাচন: ট্রাম্প শোনালেন আশার বাণী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৯:২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পুরো পৃথিবী তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র দিকে। সবার মনে একটাই প্রশ্ন কে হতে যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জানতে পেরেছি যে সর্বত্র আমরা এগিয়ে আছি।
নির্বাচনে দলের কর্মীদের উজ্জীবিত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ার নিজ পার্টির সদর দফতরে প্রচার অভিযান কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদিকদের এই কথা জানান।
সংবাদিকদের সাথে কথোপকথন কালে তিনি আরও জানান, আমি জানতে পেরেছি ফ্লোরিডায় এবং অ্যারিজোনায় আমাদের অবস্থান ভাল। টেক্সাসেও রিপাবলিকান পার্টি অবিশ্বাস্য ভাবে ভাল করছে। তাই আমি মনে করি সর্বত্র এগিয়ে আছি। আমার ধারনা দারুণ এক রাত আমরা পেতে চলেছি।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।