শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুপ্রিম কোর্টে যেতে চান ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ২০:২৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন নির্বাচন ২০২০ এ কয়েক কোটি মানুষ ভোট প্রদান করেছে। এই প্রথম বারের মত দেশটিতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যা অতীতে কখনো ঘটেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ইস্ট রুমে নির্বাচনের রাতে জনগণের উদ্দেশ্যে একটি ভাষণে বলেন নির্বাচনে তিনিই জয়ী, যদি তা না হয় তবে তার দল সুপ্রিম কোর্টে যাবে।

এর আগে ভাষণের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের এবারকার রেকর্ড সংখ্যক ভোট প্রদান করার জন্য দেশটির জনগণকে ধন্যবাদ জানান। তারপর তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। তবে এসময় সে কোন প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বলেন, নির্বাচনী ফলাফল দেখে আমার মনে হয় আমেরিকান জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। তাই তিনি নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে যাবেন।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top