রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বাইডেনের দরকার মাত্র ৬ ইলেক্ট্রোরাল ভোট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১১:৫৮

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ এর দৌড়ে প্রথম থেকেই এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের একদিন পর ফলাফলের চিত্র দেখে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ০৯টা পর্যন্ত হাতে পাওয়া ফলাফলের ভিত্তিতে জয়ী হতে বাইডেনের দরকার আর মাত্র ৬ টি ইলেক্ট্রোরাল ভোট।

newsflash71

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছে। ৫০ টি অঙ্গরাজ্যের ভেতরে প্রাথমিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে ৪৩ টি রাজ্যের । এর মধ্যে বাইডেন জয় লাভ করে ২৬৪ টি ইলেক্ট্রোরাল ভোট ও ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করেছে ২১৪টি ইলেক্ট্রোরাল ভোট।

newsflash71
হতাশ ট্রাম্প সমর্থনকারী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্ট্রোরাল ভোট সংখ্যা ৫৩৮ টি এবং প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইলে পেতে হবে ২৭০ টি ইলেকটোরাল ভোট।

newsflash71

এদিকে মিশিগান ও উইসকনসিনে যথাক্রমে ২৬ লাখ ৮৪ হাজার ২০০ ভোট এবং ১৬ লাখ ৩০ হাজার ৩৮৯টি ভোটে জয়ী হয়েছে বাইডেন।

newsflash71

অপর দিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান ও উইসকনসিনে যথাক্রমে পেয়েছে ২৬ লাখ ১৭ হাজার ৬০ ভোট এবং ১৬ লাখ ৯ হাজার ৮৭৯ ভোট। তবে এখনো ৭ টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top