ভোট গণনা বন্ধে মামলা ট্রাম্প শিবিরের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১৪:৪০

United States Supreme Court Building
ইন্টারন্যাশনাল ডেস্ক:
রিপাবলিকান দল থেকে গুরুত্বপূর্ণ চারটি অঙ্গরাজ্য জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধের মামলা করা হয়েছে। দেরিতে ব্যালট আসার অভিযোগের প্রেক্ষিতে জর্জিয়া রাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করতে দাবি জানায় রিপাবলিকান কর্মী-সমর্থকগণ।
newsflash71
বিবিসি সূত্রে জানা যায়, জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড যেখানে এখনো ভোট গণনার কাজ শেষ হয়নি। বুধবার জর্জিয়ার চ্যাথাম কাউন্টির ৫৩ টি ব্যালট নির্ধারিত সময়ের পরে আসার অভিযোগ করেন একজন ভোট গণনা কর্মী। যেখানে ভোটের দিন সন্ধ্যা ৭টার আগেই পোস্টাল ভোট গুলো নির্ধারিত স্থানে এসে পৌঁছানোর নিয়ম রয়েছে। যে কারণেই গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড জর্জিয়া সহ অন্যান্য অঙ্গরাজ্য গুলোতে আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
newsflash71
এছাড়াও, ট্রাম্প কিছু জায়গায় ব্যালট প্রতারণার অভিযোগ তুলে সেসব স্থানেরও ভোট গণনা বন্ধের দাবি জানিয়েছেন। যদিও তার সকল অভিযোগের সঠিক কোনও প্রমাণ তিনি দেখাতে পারেনি।
newsflash71
এদিকে নির্বচনের শুরুতেই ট্রাম্প হুমকি দিয়ে আসছিলেন যে ব্যালট জালিয়াতি করা হলে তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ করবেন।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।