জর্জিয়ায় ১৯০২ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ১২:৫৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে এক হাজার ৯০২ ভোটে এগিয়ে আছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ সূত্রে জানা যায়, জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট বলেন এখনো ১৬ হাজার ১০৫ ভোট গণনা বাকি আছে। রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। সেখানকার কর্মকর্তারা বলেন, প্রক্রিয়ার কারণে ভোট গণনায় সময় লাগছে।

কিন্তু রাজ্যগুলোতে ভোট গণনা যত শেষের দিকে যাচ্ছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ততই জয়ের দিকে এগোচ্ছেন।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে থেকে জানা যায়, ট্রাম্প বলেন তারা নির্বাচনের বিজয়কে চুরি করতে চেষ্টা করছে। ভোট শেষ হওয়ার দুদিন পর তিনি এই অস্বাভাবিক মন্তব্য করেছেন। কিন্তু কীভাবে তার বিজয় ছিনিয়ে নেয়া হচ্ছে, তার কোনো প্রমাণ করতে পারেননি। এমননিক সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি তিনি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top