মার্কিন নির্বাচন: জয়ের মুখে জো বাইডেন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ১৭:০১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায়ও ভোটের ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্যটিতে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভোট গণনা এখনো বাকি আছে। ভোট গণনা শুরু হলে প্রথম দিকে ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন বাইডেন। কিন্তু শেষের দিকে এসে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

এ রাজ্যে ভোট পড়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ১৯১টি। তার মধ্যে ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। শতাংশের হিসাবে দুজনেই এখন পর্যন্ত পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ করে ভোট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে থেকে জানা যায়, ট্রাম্প বলেন তারা নির্বাচনের বিজয়কে চুরি করতে চেষ্টা করছে। ভোট শেষ হওয়ার দুদিন পর তিনি এই অস্বাভাবিক মন্তব্য করেছেন। কিন্তু কীভাবে তার বিজয় ছিনিয়ে নেয়া হচ্ছে, তার কোনো প্রমাণ করতে পারেননি। এমননিক সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি তিনি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top