গুয়াতেমালায় ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ২০:১৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:
গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘ইতা’য় সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। ঝড়টি হ্যারিকেনের শক্তি ধারণ করে মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়ার উপকূলে আঘাত হানলেও পরে তা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।
মঙ্গলবার তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই বলেছেন, অর্ধেক দিনেই এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। তিনি বলেন, একটি শহরেই অর্ধেক মানুষের প্রাণহানি হয়েছে। পাহাড়ের একটি অংশ ধসে শহরটির ২০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে।
প্রেসিডেন্ট বলেন, বৃষ্টির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। এর মধ্যে সান কিস্টোবাল ভেরাপেজ শহরও রয়েছে। ‘উপায় না থাকায় পায়ে হেঁটে আমারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি।’
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।