ক্ষমতা ছেড়ে দেবেন পুতিন!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৭:৪১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পশ্চিমা গণমাধ্যম গুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে চাওর হয়েছে প্রেসিডেন্ট পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত, তাই আগামী জানুয়ারি মাসের মধ্যেই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

লন্ডনের ডেইলি মেইল সংবাদপত্রে জানানো হয়, মস্কোর একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়ার কারণে জানুয়ারিতে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।

আগেও একবার প্রেসিডেন্ট পুতিনের পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সূত্র মতে পুতিনের দুই হাত অস্বাভাবিক ভাবে নড়াচড়া করছে। সাথে তার ডান হাতের শক্তিও কিছু দিন ধরে কমে আসছে বলে উল্লেখ করেছে সূত্রটি।

জেনে রাখা ভালো পারকিনসন্স রোগটি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশির ভাগ ক্ষেত্রে হাত ও পা আপনা আপনি কাঁপতে থাকে। যে কারণে চলাফেরা করতে অনেক সমস্যার সৃষ্টি হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top