জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ২৩:৩৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ স্টেট পেনসেলভেনিয়া থেকে বাইডেনের পক্ষে জয়ের জন্য ২০টি ইলেকটোরাল ভোট চলে আসায় প্রয়োজনীয় ২৭০টির বেশি ভোট চলে এসেছে।

এর মধ্য দিয়ে নির্বাচনের চার দিন পর শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছে সিএনএন, সিএনবিসিসহ মার্কিন সংবাদমাধ্যম।

সিএনএন জানায়, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন ২৮৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন।

বর্তমান ফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন।

এনএফ৭১/কেবিএ/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top